বশেফমুবিপ্রবিতে GST এর সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশ: ২৭ মে ২০২৩, ১১:১৮ অপরাহ্ন | শিক্ষা
মোঃ সাদেকুল ইসলাম সাকিব ( বশেফমুবিপ্রবি):
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেফমুবিপ্রবি) GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে ‘সি’ ইউনিটের (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষা শনিবার (২৭ মে,২০২৩) শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
পরীক্ষা চলাকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান হলসমূহ পরিদর্শন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার মোহাম্মদ আবদুল মাননান, রেজিস্ট্রার সৈয়দ ফারুক হোসেনসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গমাতা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা বিভাগ) ভর্তি পরীক্ষায় মোট ২৬০ জন পরীক্ষার্থী। এর মাঝে অংশগ্রহণ করেন ২৫৫ জন। এই হিসেবে উপস্থিতির হার ৯৮.০৮ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ছাড়াও সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান।

